তোরা যে বুঝাও গো সখি
Tora Je Bujhau Go Sokhi
গীতিকার : আবদুল গফুর হালী
তোরা যে বুঝাও গো সখি
মনে না আর বুঝ মানে
আইনা দে ও প্রাণ বন্ধুরে
আমি মরবো তারে না পাইলে
আইনা দে প্রাণ বন্ধুরে
আমি যে দিন হতে বন্ধু হারা গো
ঘুরি বনে বনে
ওরে আমার কী আর লয় না মনে
থাকতে বন্ধুর সনে গো
আইনা দে প্রাণ বন্ধুরে
আমি মরবো তারে না পাইলে
আইনা দে প্রাণ বন্ধুরে
আমি মাতা পিতা সব ছাড়িলাম গো
ছাড়লাম ঘর আর বাড়ি
ওরে দেখলে বলিস প্রাণবন্ধুরে
আসতে আমার বাড়ি
আইনা দে প্রাণ বন্ধুরে
আমি মরবো তারে না পাইলে
আইনা দে প্রাণ বন্ধুরে
অধম গফুর পাগলার জনম গেল গো
কাদিঁতে কাদিঁতে
আমার বন্ধু বুঝি আসবে ফিরে
অভাগী মরিলে গো
আইনা দে প্রাণ বন্ধুরে
আমি মরবো তারে না পাইলে
আইনা দে প্রাণ বন্ধুরে