তোমার হাত পাখার বাতাসে
Tomar Hat Pakhar Batase
ছায়াছবি: বাবার জন্য যুদ্ধ
কথা: মোঃ রফিকউজ্জামান
সুর: রাজেশ
শিল্পী: আকবর
তোমার হাত পাখার বাতাসে
প্রাণ জুড়িয়ে আসে,
কিছু সময় আরো তুমি;
থাক আমার পাশে।।
যখন কুপি জ্বলা রাতে,
আমার থালার গরম ভাতে,
পুটি মাছের ঝোল তুলে দাও;
তুমি আপন হাতে।।
সারাদিনের কষ্ট ভুলে
মনটা আমার হাসে।।
তোমার হাত পাখার বাতাসে
প্রাণ জুড়িয়ে আসে
কিছু সময় আরো তুমি
থাক আমার পাশে।।
আমার ছোট্ট ভাঙা ঘরে,
যেন চাঁদের আলো ঝরে,
ঘুমাও যখন মাথা রেখে;
আমার বুকের পরে।।
মনটা আমার স্বপ্ন হয়ে
চাঁদের খেয়ায় ভাসে।।
তোমার হাত পাখার বাতাসে
প্রাণ জুড়িয়ে আসে;
কিছু সময় আরো তুমি,
থাক আমার পাশে।।