তোমার মন্দির গড়েছ তুমি
Tomar Mondir Gorecho Tumi
শিল্পী-অমৃক সিং অরোরা
তোমার মন্দির গড়েছ তুমি,
আমায় রেখেছ পূজারী।।
মন্ত্র তন্ত্র কিছু জানিনা।।
কোন উপাচারে পূজা করি।।
তোমার মন্দির গড়েছ তুমি
আমায় রেখেছ পূজারী।
তোমার চরণে চাই পেতে ঠাঁই
এইটুকু শুধু জানি মা
তোমার চরণে চাই পেতে ঠাঁই
এইটুকু শুধু জানি।
দিবানিশি ঐ মা মা নামে
ঝরে শুধুই আঁখি বারি।।
তোমার মন্দির গড়েছ তুমি
আমায় রেখেছ পূজারী।
আমার মনের ভক্তি অর্ঘ্য,
সঁপেছি তোমার চরণে,
জীবনে মরণে স্নেহময়ী রূপে,
থাকো মা সদাই পরাণে।।
তব পদতলে থাকব পরে
তুমি মা পথ দিশারি মা
তব পদতলে থাকব পরে
তুমি মা পথ দিশারি।
পিছল পথে যাই যদি পড়ে
তুলে নিও কোলে তোমারি।।
তোমার মন্দির গড়েছ তুমি
আমায় রেখেছ পূজারী।
মন্ত্র তন্ত্র কিছু জানিনা।।
কোন উপাচারে পূজা করি।।
তোমার মন্দির গড়েছ তুমি
আমায় রেখেছ পূজারী
তোমার মন্দির গড়েছ তুমি
আমায় রেখেছ পূজারী মা।