তোমার ভাজ খুলো আনন্দ দেখাও করি প্রেমের তরজমা | Tomar Bhaj Khulo Ananda Dekhau Kori Premer Tarjama

তোমার ভাজ খুলো আনন্দ দেখাও করি প্রেমের তরজমা
Tomar Bhaj Khulo Ananda Dekhau Kori Premer Tarjama
তোমার ভাজ খুলো আনন্দ দেখাও
করি প্রেমের তরজমা ।।
যে বাক্য অন্তরে ধরি
নাই দাড়ি তার নাই কমা
ভাজ খুলো আনন্দ দেখাও
তোমার ভাজ খুলো আনন্দ দেখাও
তীর্থে তীর্থে বেড়াই ঘুরি
পন্থে পন্থে বেড়াই ঘুরি।।
মনকে বেকা তেড়া করি। ।
মনের মেঘতো সরে না
তোমার ভাজ খুলো আনন্দ দেখাও
করি প্রেমের তরজমা ।
দাড় টেনেছি দাড়ির সঙ্গে
তীর ভেঙেছি তারই রঙে ।।
কী বিভঙ্গ নারীর অঙ্গে ।।
পুষ্পে মধু ধরে না
তোমার ভাজ খুলো আনন্দ দেখাও
করি প্রেমের তরজমা ।
বর্ষা দেখাও, গ্রীষ্ম দেখাও
শীত বসন্ত শরত দেখাও ।।
স্বরব্যঞ্জণ বর্ণ শেখাও ।।
উম ছাড়া শীত মরে না
তোমার ভাজ খুলো আনন্দ দেখাও
করি প্রেমের তরজমা ।।
যে বাক্য অন্তরে ধরি
নাই দাড়ি তার নাই কমা
ভাজ খুলো আনন্দ দেখাও
তোমার ভাজ খুলো আনন্দ দেখাও

Check Also

a logo for keylyrics.com

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics | Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re Lyrics

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *