তোমার চোখে জল কেন
Tomar Chokhe Jol Keno
ছায়াছবি: মোহিনী (১৯৯৫)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: বাবুল বোস
শিল্পী: কুমার শানু
Tomar Chokhe Jol Keno
ছায়াছবি: মোহিনী (১৯৯৫)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: বাবুল বোস
শিল্পী: কুমার শানু
তোমার চোখে জল কেন,
এইতো আমি তোমার কাছে
কিছুইতো হারাইনি
যা ছিল তা সবই আছে
(কোথায় কোথায় তুমি
সামনে আসছ না কেন ?)
এইতো আমি সামনে তোমার
ভালো করে চেয়ে দেখ
তোমার প্রেমে আমি আছি
আমার প্রেমে তুমি থাকো
কিছু কথা কিছু গানে
ভরানো ভালোবাসা
এই ভুবনে নিয়ে এলো
অনেক অনেক আশা
অনেক আলো আশা
তোমার চোখে জল কেন,
এইতো আমি তোমার কাছে
কিছুইতো হারাইনি
যা ছিল তা সবই আছে।
(এই যদি হয় তুমি আমায়
স্পর্শ করছ না কেন ?)
এইতো আমি সামনে তোমার
ভালো করে চেয়ে দেখ
তোমার প্রেমে আমি আছি
আমার প্রেমে তুমি থাকো
(তাহলে তুমি আমাকে ছেড়ে
কেন দূরে ছিলে কেন আমায়
এত কাঁদালে,কেন এতো ভাবালে,
কেন,কেন কি করেছি আমি তোমার ?)
শুধুই ভালোবেসেছ তুমি
ঠোঁটটা কাঁপছে তাই
পড়ছে খুলে খোঁপার বাঁধন
টিপ যে কপালে নাই।।
তোমার চোখে জল কেন,
এইতো আমি তোমার কাছে
কিছুইতো হারাইনি
যা ছিল তা সবই আছে।