তোমার কাছে প্রভু আমার
Tomar Kache Prabhu Amar
ছায়াছবি: আসল-নকল (১৯৯৮)
কথা: ভবেশ কুণ্ডু
সুর: বুদ্ধদেব গাঙ্গুলী
কণ্ঠ: অন্তরা চৌধুরী
[তোমার কাছে প্রভু আমার
এই শুধু আজ প্রার্থনা]-২
পূর্ণ কর এই বাসনা
আর কিছু তো চাইবো না
তোমার কাছে প্রভু আমার
এই শুধু আজ প্রার্থনা।
[হাতের শাঁখা,সিঁথির সিঁদুর
স্বামীর ভালোবাসা,
এই বয়সে সব হারালাম
শেষ হলো সব আশা]-২
কণ্ঠভরে সুর দিয়েছো
এই শুধু মোর সান্ত্বনা
তোমার কাছে প্রভু আমার
এই শুধু আজ প্রার্থনা।
[অবহেলা,অনাদরে যে রয় পদানত
তুমি তারে কর কৃপা সে যে ভাগ্যহত]-২
আমার সুরের বিনিময়ে
কণ্ঠ তাহার দাও ভরিয়ে
ধন্য হবে জীবন যে তার
পেলে কৃপার এক কণা
তোমার কাছে প্রভু আমার
এই শুধু আজ প্রার্থনা
পূর্ণ কর এই বাসনা
আর কিছু তো চাইবো না
তোমার কাছে প্রভু আমার
এই শুধু আজ প্রার্থনা।