তোমার আমার কবে কখন দেখা হয়েছিল
Tomar Amar Kobe Kakhon Dekha Hoyechhilo
কথা: শফিউদ্দিন সিকদার
সুর: মোঃ ইসহাক
শিল্পী: আহমেদ ইমতিয়াজ বুলবুল, সামিনা চৌধুরী
[তোমার আমার কবে কখন দেখা হয়েছিলো,
কে প্রথম কথা বলেছিলাম,মনে নেই
ও দেখা হলো কথা হলো
কে প্রথম মন দিয়েছিলাম,মনে নেই হুঁ হুঁ]-২
তোমার আমার কবে কখন দেখা হয়েছিলো,
কে প্রথম কথা বলেছিলাম
মনে নেই,মনে নেই।
[রঙধনু রঙ বিকেল ছিলো
কৃষ্ণচূড়ায় আগুন,
বিভোর ছিল লগ্ন সেদিন
মনে ছিল ফাগুন]-২
[মৌন ছিল ক্ষণটি সেদিন,
নিরব ভাষাতে]-২
ও দেখা হলো কথা হলো
কে প্রথম মন দিয়েছিলাম,
মনে নেই ও ও ও ও
তোমার আমার কবে কখন
দেখা হয়েছিলো,
কে প্রথম কথা বলেছিলাম
মনে নেই,মনে নেই।
[(হুম) মহুয়া মাতাল বাতাস ছিলো
শাল পিয়ালের বনে,
আবেশ ছিল সিক্ত হবার-
ভীরু ভীরু মনে]-২
[আমি ভালোবেসেছিলাম-
প্রথম দেখাতেই]-২
ও দেখা হলো কথা হলো
কে প্রথম মন দিয়েছিলাম
মনে নেই,মনে নেই।