তোমার আগে আর কেউ নেই
Tomar Age Ar Keu Nei
ছায়াছবি: আশিক-প্রিয়া
কথা: পুলক ব্যানার্জী
সঙ্গীত: বাপ্পী লাহিড়ী
শিল্পী: কুমার শানু
Tomar Age Ar Keu Nei
ছায়াছবি: আশিক-প্রিয়া
কথা: পুলক ব্যানার্জী
সঙ্গীত: বাপ্পী লাহিড়ী
শিল্পী: কুমার শানু
তোমার আগে আর কেউ নেই
তোমার পরেও আর কেউ নেই
যেখানেই যাই যেদিকে তাকাই
শুধু তুমি শুধু তুমি
[আমি আশিক তুমি প্রিয়া]-২
তোমার আগে আর কেউ নেই
তোমার পরেও আর কেউ নেই।
[কী করে বোঝাই এ জ্বালা কেমন,
কিসের আগুনে পুড়ে মরে মন]-২
প্রাণের ছাই মুঠি ভরে তাই
দিতে চাই তোমাকে
[আমি আশিক তুমি প্রিয়া]-২
তোমার আগে আর কেউ নেই
তোমার পরেও আর কেউ নেই।
[সব ফুল কি মালা হতে পারে,
ঝরে কত ফুল পথের ধারে]-২
আমারও এ প্রেম পথেই না হয়
ঝরে গেল নীরবে
[আমি আশিক তুমি প্রিয়া]-২
তোমার আগে আর কেউ নেই
তোমার পরেও আর কেউ নেই
যেখানেই যাই যেদিকে তাকাই
শুধু তুমি শুধু তুমি
[আমি আশিক তুমি প্রিয়া]-২