তোমারে লেগেছে এত যে ভাল
Tomare legeche eto je valo
ছায়াছবি: রাজধানীর বুকে/
সবার উপরে মা
কথা: কে জি মোস্তফা
সুর: রবীন ঘোষ
শিল্পী: তালাত মাহমুদ/প্রতীক চৌধুরী,পরমা
ছায়াছবি: রাজধানীর বুকে/
সবার উপরে মা
কথা: কে জি মোস্তফা
সুর: রবীন ঘোষ
শিল্পী: তালাত মাহমুদ/প্রতীক চৌধুরী,পরমা
হুঁ হুঁ হুঁ হুঁ আ আ আ হুঁ হুঁ
তোমারে লেগেছে
এত যে ভালো
চাঁদ বুঝি তা জানে
রাতের বাসরে দোসর হয়ে
তাই সে আমারে টানে।।
রাতের আকাশে তারার মিতালী
আমারে দিয়েছে সুরের গীতালি।
কত যে আশায় তোমারে নামে
জ্বালিয়ে আমি রেখেছি দীপালি।
আকুল ভোমরা বলে সে কথা
বকুলের কানে কানে
চাঁদ বুঝি তা জানে।
তোমারে লেগেছে
এত যে ভালো
চাঁদ বুঝি তা জানে।
রাতের বাসরে দোসর হয়ে
তাই সে আমারে টানে।।
এত যে কাছে চেয়েছি তোমারে
এত যে প্রীতি দিয়েছ আমারে।
এত যে পাওয়া কেমনে সহিব
একাকী আমি নীরব আঁধারে।
আকুল পাপিয়া ছড়ায়ে সে কথা
বাতাসের কানে কানে।
চাঁদ বুঝি তা জানে
তোমারে লেগেছে
এত যে ভালো
চাঁদ বুঝি তা জানে
রাতের বাসরে দোসর হয়ে
তাই সে আমারে টানে।।
হুঁ হুঁ হুঁ হুঁ আ আ হুঁ হুঁ
হুঁ হুঁ হুঁ হুঁ আ আ হুঁ হুঁ