Lyrics

তোমায় ছেড়ে আমি থাকতে পারি না -লিরিক্স | Tomay Chhere Ami Thakte Pari Na -Lyrics

তোমায় ছেড়ে আমি থাকতে পারি না
Tomay Chhede Ami Thakte Pari Na
ছবি: মন্দিরা
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: বাপ্পী লাহিড়ী
শিল্পী: অমিত কুমার, অলকা ইয়াগনিক

Tomay Chhere Ami Thakte Pari Na -Lyrics

তোমায় ছেড়ে আমি থাকতে পারি না
তুমি লজ্জা পেলে কী হবে আমার
ভালোই জান তুমি মনটা হারালাম
এখন রাখতে হবেই বায়না তোমার
আই আই ও চুমা গো
জলদি গো চুমা গো।।
না গো না ছি ছি না
না গো না ছি ছি না।
গল্প সেতো বানানো কথা,
সত্যি হলো ঘটনা,
তোমায় আমি ভালবাসি,
এ নয় মিথ্যা রটনা।।
গত জন্মেও বেসেছি ভালো
এই জন্মেও ভালবাসছি আবার
আই আই ও চুমা গো
জলদি গো চুমা গো
তোমায় ছেড়ে আমি থাকতে পারিনা
তুমি লজ্জা পেলে কী হবে আমার
ভালোই জান তুমি মনটা হারালাম
এখন রাখতে হবেই বায়না তোমার
আই আই ও চুমা গো
জলদি গো গো গো গো চুমা গো
না গো না না না না
না গো না ছি ছি না না না
আকাশ ভেঙ্গে নামলো যে আজ,
অঝর ধারায় বৃষ্টি,
জানিনা তো লাগছে কেন,
বৃষ্টি এত মিষ্টি।।
বিদ্যুতেরি চমক নিয়ে
করবো কি গো
এমনি করে সরে গেলে
তুমি বারে বার
আই আই ও চুমা গো
জলদি গো চুমা গো
তোমায় ছেড়ে আমি থাকতে পারিনা
তুমি লজ্জা পেলে কী হবে আমার
ভালোই জান তুমি মনটা হারালাম
এখন রাখতে হবেই বায়না তোমার
আই আই ও চুমা গো
জলদি গো চুমা গো
না না না না গো না
না না না না রে না।

 

Check Also

Julmi Sawariya Lyrics | ढोल बाजे तो Lyrics | Divyenndu

Julmi Sawariya Lyrics | Divyenndu | Charmee Zaveri | Amit Trivedi | Bhoomi Trivedi |Kumaar …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *