তোমায় একটু না দেখলে আর | Tujhe Na Dekhu To Chain | Lyrics

তোমায় একটু না দেখলে আর
Tujhe Na Dekhu To Chain
বাংলা ভার্সনঃ
হিন্দি ছবিঃ রং
শিল্পী-কুমার শানু ও অলকা ইয়াগনিক

তোমায় একটু না দেখলে আর

তোমায় একটু না দেখলে আর
আমি থাকতে পারিনা,
মন পাগল পাগল হয়,
ধরে রাখতে পারিনা।।
তবে কি তোমার প্রেমেতে পড়েছি।।
তোমার একটু বিরহ আর,
আমি সইতে পারিনা
প্রাণ করে শুধু আনচান
ঘরে রইতে পারিনা
তবে কি তোমার প্রেমেতে পড়েছি।।
তোমায় একটু না দেখলে আর
আমি থাকতে পারিনা,
মন পাগল পাগল হয়,
ধরে রাখতে পারিনা।
মাঝ রাতে ঘুম থেকে উঠি জেগে,
স্বপ্নে তোমারি যেন ছোঁয়া লেগে
ও তোমারি ছবিটা দেখে বলি যে কথা,
বলোনা তুমি কি শুনতে পাও তা
বুকেতে কোকিল ডাকে শ্রাবণেতে
ভেসে যাই খুশির সেই
প্লাবনেতে এক প্লাবনেতে
কি যে ইচ্ছে করে তখন,
লাজে কইতে পারিনা।।
তোমায় একটু না দেখলে আর
আমি থাকতে পারিনা,
তবে কি তোমার প্রেমেতে পড়েছি।।
তোমায় একটু না দেখলে আর
আমি থাকতে পারিনা,
মন পাগল পাগল হয়,
ধরে রাখতে পারিনা।
পূবে যেতে পশ্চিমে যাই যে চলে,
হুশ তো থাকেনা কে আমায় কি বলে।
সহেলীরা হাসে যেন আমাকে দেখে,
কোন সুখে মরে আছি বোঝাবো কাকে।
দিন দিন প্রতিদিন বাড়ে এ নেশা,
সবি যেন তুমি আর
তোমাতে নেশা তোমাতে নেশা
আমায় দেখে সবাই বোঝে
কিছু ঢাকতে পারিনা
তোমায় একটু না দেখলে আর
আমি থাকতে পারিনা
মন পাগল পাগল হয়,
ধরে রাখতে পারিনা
তবে কি তোমার প্রেমেতে পড়েছি।।
তোমার একটু বিরহ আর,
আমি সইতে পারিনা
প্রাণ করে শুধু আনচান
ঘরে রইতে পারিনা
তবে কি তোমার প্রেমেতে পড়েছি।।।।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *