তোমাকে বুঝি না প্রিয় | Tomake Bujhi Na Prio Lyrics

তোমাকে বুঝি না প্রিয়
Tomake Bujhi Na Prio Lyrics
চন্দ্রানী ব্যানার্জী
Tomake Bujhina Priyo bengali song by Chandrani Banerjee Music: Prasen Lyrics: Ritam Sen Arranged By: Prabuddha Banerjee Mixed & Mastered By: Abhijit Roy



তোমাকে বুঝি না প্রিয় ,
বোঝনা না তুমি আমায় ,
দুরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায় । – [ ২ বার ]
গরাদ শোকে সূর্যমুখী ,
গরাদ শোকে সূর্যমুখী ।
খয়েরী কুঁড়ির ফুল ,
সূর্য খুঁজে বেড়াবে ।
তোমাকে জানিনা প্রিয়,
জানো না তুমি আমায় ,
শীতের বেড়াল খেলে ঘাসের ছায়ায় । – [ ২ বার ]
দু চোখে তার পান্না বাহার ,
দু চোখে তার পান্না বাহার ।
কান্না জমায় কথায় কথায় ।
তোমাকে ডাকি না প্রিয় ,
ডাকো না তুমি আমায় ।
জলপ্রপাত মাতে রূপোর মায়ায় । – [ ২ বার ]
তুলনা-হীনা জলের কিনার
তুলনা-হীনা জলের কিনার ।
তোমার চুলের মতো ,
আনমনে আঙুল ডোবায়ে ।

Check Also

Agunpakhi (আগুন পাখি) Lyrics

Agunpakhi (আগুন পাখি) Lyrics | Raghu Dakat

Agunpakhi (আগুন পাখি) Lyrics | Raghu Dakat Dev,Idhika,Anirban,Sohini | Kailash Kher, Nilayan| DhruboB Song: Agunpakhi …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *