তোমাকে ছেড়ে গো বলো কোথায় যাই
(বাংলা ভার্সন)
Tomake Chede Go Bolo Kothay Jai
ম্যায়ঁ তুঝে ছোড় কে কাহাঁ জাউঙ্গা
मैं तुझे छोड़ के कहाँ जाऊँगा
Main Tujhe Chhod Ke Kaha Jaunga
ছায়াছবি: ত্রিনেত্র
কথা: গৌতম সুস্মিত
সুর: আনন্দ মিলিন্দ
মূল শিল্পী: কুমার শানু(হিন্দী)
শিল্পী: ভাস্কর
[Bye bye bye bye bye bye]-২
[তোমাকে ছেড়ে গো,বলো কোথায় যাই]-২
ওগো প্রিয়তমা,এ হৃদয়ে জমা
ভালবাসা তোমায় দেবো তা বলে যাই
[তোমাকে ছেড়ে গো,বলো কোথায় যাই]-২
ওগো প্রিয়তমা,এ হৃদয়ে জমা
ভালবাসা তোমায় দেবো তা বলে যাই
[তোমাকে ছেড়ে গো,বলো কোথায় যাই]-২
[শোনো প্রেয়সী তোমাকে ছাড়া,
আমার এ জীবন ভাবতে পারিনা(হো)]-২
তুমি কোথায়ও নেই,শুধু আমি আছি
এমন দিন আমি দেখতে চাইনা
আমি যে শুধু তোমার,এ কথা মনে রেখো
দু’চোখে স্বপ্ন নিয়ে,আমারই ছবি এঁকো
ওগো প্রিয়তমা,এ হৃদয়ে জমা
ভালবাসা তোমায় দেবো তা বলে যাই
[তোমাকে ছেড়ে গো,বলো কোথায় যাই]-২
[যেন চিরদিন সুখে দুঃখে,
তোমারই পাশে থাকতে পারি(হো)]-২
তোমারই হাসিতে এ হাসি মিলিয়ে
যেন গো হাতে হাত রাখতে পারি
জীবনে যতই আসুক তমসা ভরা রাতি
যাবো গো আমরা দু’জন,রেখে গো মধুর স্মৃতি
ওগো প্রিয়তমা,এ হৃদয়ে জমা
ভালবাসা তোমায় দেবো তা বলে যাই
[তোমাকে ছেড়ে গো,বলো কোথায় যাই]-৩
Bye bye bye bye bye bye