তুমি যদি চাও দিতে পারি | Tumi Jodi Chaw Dite Pari

তুমি যদি চাও দিতে পারি
Tumi Jodi Chaw Dite Pari
আধুনিক গান
(বাংলাদেশ বেতার আয়োজিত)
কথা: জ্যোতির্ময় সেন
সুর: অশোক পাল
শিল্পী: শঙ্কর পাল (রিংকু পাল)
[তুমি যদি চাও দিতে পারি আমি
সাত সমুদ্র পাড়ি]-২
[মঙ্গলগ্রহে বানাতেও পারি]-২
বিলাসবহুল বাড়ি।
তুমি যদি চাও-এনে দিতে পারি
সাপের মাথার মণি,
তোমার জন্যে হতে পারি আমি
পৃথিবীর সেরা ধনী,
তোমার কথায় সন্ন্যাস ছেড়ে
হতে পারি সংসারী।
তুমি যদি চাও দিতে পারি আমি
সাত সমুদ্র পাড়ি
[মঙ্গলগ্রহে বানাতেও পারি]-২
বিলাসবহুল বাড়ি।
তুমি যদি বলো-আমি দিতে পারি
সোনার হরিণ এনে,
তোমার জন্যে শত পরাজয়
আমি নিতে পারি মেনে,
তোমার প্রেমের মহাকাশযানে
হতে পারি নভোচারী।
[তুমি যদি চাও দিতে পারি আমি
সাত সমুদ্র পাড়ি]-২
[মঙ্গলগ্রহে বানাতেও পারি]-২
বিলাসবহুল বাড়ি।
তুমি যদি চাও দিতে পারি | Tumi Jodi Chaw Dite Pari

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *