তুমি যদি চলে যাবে ছাড়িয়া আমায়
Tumi Jodi Chole Jabe Chariya Amay
কথা,সুর ও শিল্পী: শাহ্ নূর জালাল করিম
[তুমি যদি চলে যাবে]-২
ছাড়িয়া আমায়
কী হবে গো
[কী হবে গো মনোমাঝে
রাখিয়া তোমায়]-২
[(ওরে)স্বপ্নে ঘেরা ছিল আমার
মনের অাঙিনায়
আমার মনের আঙিনায়]-২
[তোমায় নিয়ে ছিল কত]-২
মনের কল্পনায়
কী হবে গো
[কী হবে গো মনোমাঝে
রাখিয়া তোমায়]-২
[চিরদিন থাকিবে পাশে
হইয়া আমার
বন্ধু হইয়া আমার]-২
[সুখ দুঃখের সাথী হবে]-২
হবে অংশীদার
কী হবে গো
[কী হবে গো মনোমাঝে
রাখিয়া তোমায়]-২
[তুমি যদি চলে যাবে]-২
ছাড়িয়া আমায়
কী হবে গো
[কি হবে গো মনোমাঝে
রাখিয়া তোমায়]-২
[কেমন করে ভুলি তোমায়
মনেতে ভাবি
আমার মনেতে ভাবি]-২
[অস্ত যাবে জীবন রবি]-২
তোমার আশায়
কী হবে গো
[কী হবে গো মনোমাঝে
রাখিয়া তোমায়]-২
[তুমি যদি চলে যাবে]-২
ছাড়িয়া আমায়
কী হবে গো
[কী হবে গো মনোমাঝে
রাখিয়া তোমায়]-২
[কোথায় গেল এত আদর
সোহাগ আর পিরীতি
নূর জালাল কয় এই বুঝি গো
তোমার পিরীতি]-২
[তোমার দেওয়া যত স্মৃতি]-২
আমারে কাঁদায়
কী হবে গো
[কী হবে গো মনোমাঝে
রাখিয়া তোমায়]-২
[তুমি যদি চলে যাবে]-২
ছাড়িয়া আমায়
কী হবে গো
[কী হবে গো মনোমাঝে
রাখিয়া তোমায়]-৫