তুমি কবি আমি তোমার কবিতা | Tumi Kobi Ami Tomar Kobita | Lyrics

তুমি কবি আমি তোমার কবিতা
Tumi Kobi Ami Tomar Kobita
ছায়াছবি: স্বজন
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: নাদিম-শ্রাবণ
শিল্পী: অলকা ইয়াগনিক
[তুমি কবি আমি তোমার কবিতা]-২
তুমি প্রেমিক আমি তোমার প্রেমিকা
[তোমার আমার মিলনের সাধ যে হয়]-২
ও মোর প্রিয়তম
তুমি কবি আমি তোমার কবিতা,
তুমি প্রেমিক আমি তোমার প্রেমিকা।
[তোমার যত কথা আছে,
সবই মোর সুরে সুরে ছড়ানো]-২
তোমার যত গান আছে,
মন বীণার তারে তারে জড়ানো।
[আমার এ ফাগুন তোমারি ছোঁয়ায়,
এই জীবনে তার প্রাণ পায়]-২
ফুলে ফুলে ডালে ডালে
কুহু কুহু কোকিলেরা গায়।
তুমি আশা আমি তোমার ভরসা
তুমি প্রেমিক আমি তোমার প্রেমিকা
[তোমার আমার মিলনের সাধ যে হয়]-২
ও মোর প্রিয়তম
তুমি কবি আমি তোমার কবিতা,
তুমি প্রেমিক আমি তোমার প্রেমিকা।
[কত আমি ভালোবাসি
কী করে যে তোমাকে তা শোনাবো]-২
যার মায়া জাল বুনি
কেমনে সে জাল আমি বোনাবো।
[তোমারই মনের ছায়া যে আমার,
এই হৃদয়ে তার ছোঁয়া দেয়]-২
সুরে সুরে দুলে দুলে
তালে তালে মন কেড়ে নেয়।
তুমি আকাশ আমি তোমার ভরসা
তুমি প্রেমিক আমি তোমার প্রেমিকা।
[তোমার আমার মিলনের সাধ যে হয়]-২
ও মোর প্রিয়তম
তুমি কবি আমি তোমার কবিতা,
তুমি প্রেমিক আমি তোমার প্রেমিকা।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *