তুমি কখন যে এসে চলে গেছো
Tumi Kokhon Je Eshe Chole Gecho
কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
সুর ও কণ্ঠ: হেমন্ত মুখোপাধ্যায়
[তুমি কখন যে এসে চলে গেছো,
ওগো জানিতে পারিনি]-২
বাতাস বলেছে এসেছিলে
তবু মানিতে পারিনি
তুমি কখন যে এসে চলে গেছো,
ওগো জানিতে পারিনি।
বলে ঝরাফুল,কত কেঁদেছি,
তারে অলখ বাঁধনে বেঁধেছি,
কত কেঁদেছি!
তবু এত করে তার
ও-দু’টি চরণ টানিতে পারিনি!
তুমি কখন যে এসে চলে গেছো,
ওগো জানিতে পারিনি।
[বাঁশি বলেছে,তুমি যেওনা,
ওগো,আমারে কাঁদাতে চেয়ো না!]-২
বলে দীপ ওই,আমি জ্বলেছি,
তুমি থাকো,তারে কত বলেছি
আমি বলেছি।
তবু এত করে তারে
ফিরায়ে যে আর আনিতে পারিনি!
তুমি কখন যে এসে চলে গেছো,
ওগো জানিতে পারিনি।