তুমি এসেছিলে জীবনে আমার পথের ভুলে | Tumi Eshechile Jibone Amar Pother Vule

তুমি এসেছিলে জীবনে আমার পথের ভুলে
Tumi Eshechile Jibone Amar Pother Vule
চলচ্চিত্র: নন্দিতা (১৯৪৪)
কথা: প্রণব রায়
সুর: কমল দাশগুপ্ত
শিল্পী: রবীন মজুমদার

 

তুমি এসেছিলে জীবনে আমার পথের ভুলে

[তুমি এসেছিলে জীবনে আমার পথের ভুলে]-২
কী জানি কেমনে দেখা হলো দেখা হলো
কী জানি কেমনে দেখা হলো
দু′টি স্রোতের কূলে;
তুমি এসেছিলে জীবনে আমার পথের ভুলে।
তুমি এলে-
[তুমি এলে যেন চিরসাথি হয়ে,
শত জনমের পরিচয় লয়ে]-২
দুটি মন-বনে শত বসন্ত উঠিল দুলে,
তুমি এসেছিলে জীবনে আমার পথের ভুলে।
দু’জনে একদা বেঁধেছি,
বেঁধেছি যে ঘর মিলন রাতে,
সহসা আজিকে ভেঙে যাবে
সেকি ঝড়ের সাথে!
এই আশা এই আশা
এই ভালোবাসা তবে,
সে কি ঝরা ফুলসম
ফেলে দিতে হবে!
[এই আশা এই ভালোবাসা তবে,
সে কি ঝরা ফুলসম ফেলে দিতে হবে!]-২
শুধু তৃষা লয়ে রহিব কি,
রহিব কি মোরা নদীর কূলে
তুমি এসেছিলে জীবনে আমার পথের ভুলে।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *