তুমি একটা ধোকাবাজ
Tumi Ekta Dhokabaaz
तुम तो धोखेबाज़ हो
তুম তো ধোখেবাজ় হো
Tum To Dhokhebaaz Ho(Hindi)
ছায়াছবি: গুণ্ডা পুলিশ
কথা: আহমেদ ইমতিয়াজ বুলবুল
কণ্ঠ: আগুন ও লিপি নাসরিন
[তুমি একটা ধোকাবাজ
ওয়াদা করে ওয়াদা ভুলে যাও]-২
[রোজ রোজ বন্ধু তুমি করনা এমন]-২
আমি রেগে গেলে তোমার হবে কী তখন?
[তুমি একটা চালবাজ
হাসির ছলে দিল জ্বালিয়ে যাও]-২
[রোজ রোজ ছলচাতুরী করনা এমন]-২
আমি রেগে গেলে কেঁদে ভাসাবে নয়ন
আহা তুমি একটা ধোকাবাজ
ওয়াদা করে ওয়াদা ভুলে যাও।
একটু দাঁড়াও তোমায় কিছু বলতে আমি চাই
শুনব পরে এখন আমার শোনার সময় নাই।
কেমন প্রেমিক তুমি মনের কথা বোঝো না
অন্য কোনো প্রেমিক তুমি আজি খোঁজো না
তুমি একটা ধোকাবাজ
ওয়াদা করে ওয়াদা ভুলে যাও
আহা তুমি একটা চালবাজ
হাসির ছলে দিল জ্বালিয়ে যাও।
একটু আদর একটু সোহাগ দাওনা তুমি আজ
বিয়ের আগে হইও নাকো এতটা নিলাজ
নিঠুর তুমি পাষাণ তুমি পাথর তোমার মন
তবু আমি তোমার আমি তোমার আপনজন
তুমি একটা ধোকাবাজ
ওয়াদা করে ওয়াদা ভুলে যাও
[রোজ রোজ বন্ধু তুমি করনা এমন]-২
আমি রেগে গেলে তোমার হবে কী তখন?
হে তুমি একটা চালবাজ
হাসির ছলে দিল জ্বালিয়ে যাও
তুমি একটা চালবাজ
হাসির ছলে দিল জ্বালিয়ে যাও
[রোজ রোজ ছলচাতুরী করনা এমন]-২
আমি রেগে গেলে কেঁদে ভাসাবে নয়ন
তুমি একটা ধোকাবাজ
ওয়াদা করে ওয়াদা ভুলে যাও।