তুমি আমার জীবন সাথী
Tumi Amar Jibon Sathi
ছায়াছবি: বিধাতার লেখা (২০০৭)
কথা: গৌতম সুস্মিত
সুর: ধ্রুবজ্যোতি ফুকন
কণ্ঠ: সোনু নিগাম
ও অলকা ইয়াগনিক
Tumi Amar Jibon Sathi
ছায়াছবি: বিধাতার লেখা (২০০৭)
কথা: গৌতম সুস্মিত
সুর: ধ্রুবজ্যোতি ফুকন
কণ্ঠ: সোনু নিগাম
ও অলকা ইয়াগনিক
[তুমি আমার জীবন সাথী
তোমায় আমি ভালোবাসি
তুমি আমার সূর্যসোনা
তুমি যে চাঁদের হাসি]-২
সারাজীবন এই মন তোমার প্রেমেতে
চায় আরো যে পাগল হতে
তুমি এত কাছে তবু কেন মন
চায় আরো যে কাছে পেতে
দু′চোখ ভরে আজ তোমায় দেখি
তবু যে সাধ মেটেনা
তুমি আমার জীবন সাথী
তোমায় আমি ভালোবাসি
তুমি আমার সূর্যসোনা
তুমি যে চাঁদের হাসি।
কত স্বপ্ন জমানো চোখের পাতায়
শুধু যে তোমায় ঘিরে
ওগো তোমায় সাথে নিয়ে দেখব দু’জনে
সেই স্বপ্নকে নতুন করে
হা এতো ভালোবাসে তোমাকে মন
তবু যে মন মানে না।
তুমি আমার জীবন সাথী
তোমায় আমি ভালোবাসি
তুমি আমার সূর্যসোনা
তুমি যে চাঁদের হাসি
তুমি আমার জীবন সাথী
তোমায় আমি ভালোবাসি
তুমি আমার সূর্যসোনা
তুমি যে চাঁদের হাসি।