তুমি আমায় দিও উপহার | Tumi Amay Dio Upohar
গানের কথা: তুমি আমায় দিও উপহার—
গীতিকারঃ মোহাম্মদ রফিকুজ্জামান,
সুরকারঃ আজাদ রহমান,
মূলশিল্পীঃ শাহানাজ রহমতুল্লাহ,
ছায়াছবিঃ চুমকি (ছবিটি মুক্তি পায়নি),
শ্রেষ্ঠাংশেঃ শাবানা/হাসান ইমাম/সুচন্দা/প্রবীর মিত্র প্রমুখ,
পরিচালকঃ চিত্রকর।
———————-
তুমি আমায় দিও উপহার
তুমি আমায় দিও উপহার,নয় মণিহার,নয় ফুলো হার,
কণ্ঠে পড়াবো না…অঙ্গে সাজাবো না…
এই মন ভরাবো আমার,
তুমি আমায় দিও উপহার,নয় মণিহার,নয় ফুলো হার,
এই হৃদয় নদীর মতো…যদি পথ হারায় কখন,
এই হৃদয় নদীর মতো…যদি পথ হারায় কখন,
তুমি তাকে আবার দিও…তোমারই,মনেরও জোয়ার…
নয় মণিহার,নয় ফুলো হার,
কণ্ঠে পড়াবো না…অঙ্গে সাজাবো না…
এই মন ভরাবো আমার,
তুমি আমায় দিও উপহার,নয় মণিহার,নয় ফুলো হার,
যদি মন কখনো ভুলে…খুশি হয় রঙিন ফুলে,
যদি মন কখনো ভুলে…খুশি হয় রঙিন ফুলে,
তুমি তাকে শাসন করে…পড়িও,হারমানা হার,
নয় মণিহার,নয় ফুলো হার,
কণ্ঠে পড়াবো না…অঙ্গে সাজাবো না…
এই মন ভরাবো আমার,
তুমি আমায় দিও উপহার,নয় মণিহার,নয় ফুলো হার!