তুই যেখানে সেও সেখানে | Tui Jekhane Seo Sekhane | ফকির লালন সাঁই

তুই যেখানে সেও সেখানে
Tui Jekhane Seo Sekhane
ফকির লালন সাঁই
তুই যেখানে সেও সেখানে ।
আবার খুঁজে বেড়াও কারে রে
কেন কাছের মানুষ ডাকছ সোর করে ।।
বিজলী চটকের ন্যায়
থেকে থেকে ঝলক দেয় রংমহল ঘরে
অহর্নিশি পাশাপাশি
থেকেও দিশে হয় না রে ।।
হাতের কাছে যাহারে পাও
ঢাকা দিল্লি খুঁজতে যাও কোন অনুসারে
এখনও কি বুদ্ধি হত
মন তোর এই সংসারে ।।
ঘরের মধ্যে ঘর খানা
খুঁজে কেন দেখ না কে বিরাজ করে
দরবেশ সিরাজ সাঁই কয় অবোধ লালন
তুই যে রূপ সেও সে রূপ রে ।।
তুই যেখানে সেও সেখানে | Tui Jekhane Seo Sekhane | ফকির লালন সাঁই

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *