তুই নাকি মা দয়াময়ী
Tui Naki Maa Doyamoyi
তুই নাকি মা দয়াময়ী
তুই নাকি মা দয়াময়ী, শুনেছি ঐ লোকের মুখে
জানে নাকি সারা বিশ্ব, ভরে আছে দিকে দিকে
তুই নাকি মা দয়াময়ী, শুনেছি ওই লোকের মুখে।
রূপে, রসে, গন্ধে-গানে, সকল ভাবে সকল খানে
তুই নাকি মা আসিস নিজে, ডাকিস মোরে স্নেহের ডাকে।
তুই নাকি মা দয়াময়ী, শুনেছি ওই লোকের মুখে।
এতই যদি দয়াময়ী, এতই যদি স্নেহময়ী
রাখলি কেন কাঙাল করে, অধম করে এ বালকে
দুঃখ যদি তোর ছিল জানা, সুখ দিতে কে করলো মানা
শক্তি বুঝি ফতুর হলো, ভক্তি দিতে অধমটাকে।
তুই নাকি মা দয়াময়ী, শুনেছি ওই লোকের মুখে।