তুই আমারে করলি পাগল
Tui Amare Korli Pagol
– বাউল রজ্জব আলী দেওয়ান
Tui Amare Korli Pagol
তুই আমারে করলি পাগল
আমার সকল নিয়া রে
পাগল বানাইলিরে আমারে
হায়রে ও আমার দরদী
আরশি তে যার রূপ ধরে না
আরশি যায় ফাটিয়া
আমি কেমনে রইব ঘরে
তোমায় পাসরিয়া রে
বহুদিন হয় আছো রে বন্ধু
আমারে ছাড়িয়া
আমি মনেরে বুঝাইয়া রাখি
মানেনা মোর হিয়া রে
অগ্নি যদি হইতি রে রাখতাম
অঞ্চলে বান্ধিয়া
আমি একদিনে পুড়িয়া মরতাম
জনমের লাগিয়া
তুই যদি হইতিরে আমার
আমি যে হইতাম তর বন্ধুরে
ভেবে রজ্জবে কয় তোমায় পেলে
করিতাম আদরও রে
তুই আমারে করলি পাগল