তিন পাগলে হলো মেলা নদে এসে | Tin Pagoler Holo Mela | Key Lyrics

তিন পাগলে হলো মেলা নদে এসে

Tin Pagoler Holo Mela

ফকির লালন সাঁই

তিন পাগলে হলো মেলা নদে এসে।

তোরা কেউ যাসনে ও পাগলের কাছে।।

একটা নারকেলের মালা

তাইতে জল তোলা ফেলা করণ দোষে।

পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে।।

একটা পাগলামী করে

জাত দেয় সে অজাতেরে দৌড়ে গিয়ে।

আবার হরি বলে পড়ছে ঢলে ধুলার মাঝে।।

পাগলের নামটি এমন

বলিতে ফকির লালন হয় তরাসে।

চৈতে, নিতে, অদয় পাগল নাম ধরে সে।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *