তিনি একটি বেল পাতাতেই তুষ্ট
Tini Ekti Bel Patatei Tusto
ছবি-বাবা তারকনাথ
কথা-গৌরিপ্রসন্ন মজুমদার
শিল্পী-মান্না দে
তিনি একটি বেল পাতাতেই তুষ্ট।।
আবার মেদিনীকে কাঁপান তিনি,
যখনই হ’ন রুষ্ট।
তিনি একটি বেল পাতাতেই তুষ্ট।।
[তিনি হলেন রাজার রাজা,
তাঁর ইচ্ছে করে ভিখারী সাজা]-২
তিনি যে শিব করেন বিনাশ
অশিব এবং রুষ্ট।
তিনি একটি বেল পাতাতেই তুষ্ট।।
[কুসুম কোমল হলেও তিনি
বজ্র হতে জানেন
বুঝিয়ে দিলেই বোঝেন তিনি,
সহজেই সব মানেন]-২
[জটা দিয়ে গঙ্গা ঠেকান,
দুঃখীকে যে দয়া দেখান]-২
এ বিশ্বজগৎ বিশ্বনাথের
করুণাতেই পুষ্ট।
তিনি একটি বেল পাতাতেই তুষ্ট
আবার মেদিনীকে কাঁপান তিনি
যখনই হ’ন রুষ্ট।
তিনি একটি বেল পাতাতেই তুষ্ট।।