তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন
ছবি-আনন্দ আশ্রম
সুরকার-শ্যামল মিত্র
গীতিকার-গৌরিপ্রসন্ন মজুমদার
শিল্পী-শ্যামল মিত্র
তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন
সত্যম শিবম সুন্দরম,
দুঃখের পৃথিবীটা তাদের কাছেই,
এক আনন্দ আশ্রম।।
এক আনন্দ আশ্রম
সেই মানুষই আসল মানুষ,
যার জীবন পরের তরে;
রাজার মুকুট ছেড়ে হাসি মুখে;
সেতো কাঁটার মুকুট পড়ে।।
তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন
সত্যম শিবম সুন্দরম;
দুঃখের পৃথিবীটা তাদের কাছেই,
এক আনন্দ আশ্রম
এক আনন্দ আশ্রম।
ধূপ চির দিনই গন্ধ বিলায়,
সে তো নিরবে জ্বলে মরে,
পরে সেবায় হাসি মুখে,
নিজেকে যে ভয় করে।।
তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন
দুঃখের পৃথিবীটা তাদের কাছেই
এক আনন্দ আশ্রম।।।।
………………………………………..
Tinti mantra niye yader jiban
satyam shibam sundaram,
duhkher prthibita tader kache,
ek ananda ashram।।
ek ananda ashram
Sei manushai asal manush,
yar jiban parer tare,
rajar mukut chere hasimukhe,
seto kantar mukut pare।।
Tinti mantra niye yader jiban
satyam shibam sundaram,
duhkher prthibita tader kache,
ek ananda ashram,
ek ananda ashram.
Dhup chiradinai gandha bilay,
se to nirabe jwale more,
parer sebay se hasimukhe,
nijeke je kshay kare।।
Tinti mantra niye yader jiban,
satyam shibam sundaram,
duhkher prthibita tader kache,
ek ananda ashram
ek ananda ashram।।।।