তারা মা বলিয়া দুবাহু তুলিয়া
Tara Maa Boliya Dubahu Tuliya
কথা-তুহিন বিশ্বাস
শিল্পী-অমৃক সিং অরোরা
তারা মা বলিয়া দুবাহু তুলিয়া,
বামাচরণ নাচেরে।।
নয়ন মুদিয়া আবেশে দুলিয়া।।
আঁখিজল এসে হাসে রে
ক্ষ্যাপা বামারে
তারা মা ছাড়া কিছু জানেনা
ও ক্ষ্যাপা বামারে
বড় মা ছাড়া কিছু বোঝেনা।
কখনো মন্দিরে কখনো শ্মশানে।।
কখনো দ্বারকার জলেতে
তারা মা বলিয়া সকলি ভুলিয়া।।
ডুবে যান বামা অতলে
ক্ষ্যাপা বামারে
তারা মা ছাড়া কিছু জানেনা
ও ক্ষ্যাপা বামারে
বড় মা ছাড়া কিছু বোঝেনা।
নয়নে নিদ নাই,
আহারে নাহি মোর,
চায় সে তারা মার শ্রীচরণ।।
ভুবনমোহিনী শক্তিরূপিণী।।
বামারে রাখেন কোলেতে
ক্ষ্যাপা বামারে
তারা মা ছাড়া কিছু জানেনা
ও ক্ষ্যাপা বামারে
বড় মা ছাড়া কিছু বোঝেনা।
তারা মা বলিয়া দুবাহু তুলিয়া
বামাচরণ নাচেরে
নয়ন মুদিয়া দুবাহু তুলিয়া।।
আঁখিজল এসে হাসে রে।
ক্ষ্যাপা বামারে
তারা মা ছাড়া কিছু জানেনা
ও ক্ষ্যাপা বামারে
বড় মা ছাড়া কিছু বোঝেনা
ও ক্ষ্যাপা বামারে
তারা মা ছাড়া কিছু জানেনা।