– মহীনের ঘোড়াগুলি।
তাকে যত তাড়াই দূরে দূরে
তবু সে আসে মেঘলা চোখে ঘুরে ফিরে
তাকে আমি হারাই ভয়ে দূরে
যদি সে গেয়ে ওঠে অন্য কোন সুরে।
আজকাল বা পরশু
যদি সে এসে দাঁড়ায়
ছায়ার মত আমার ছায়ায়।
ছায়ারও ছায়াতে সে অন্যজন
ভরদুপুরে একলা রাতে অন্যমন।
সে অবুঝ খেয়ালি
সে ভীষণ একাকী
আবেগ সবই তার তো ফাঁকি।
এখনো ভাবে সে ফুটবে পলাশ
ডাকবে কোকিল
বিছানায় সে ফিরবে পাশ।