তাঁরে কি আর ভুলিতে পারি
যেদিকে ফিরি সেই দিকে হরি
Tare Ki Ar Bhulite Pari
Jedike Firi Sedike Hori
Lalon Geeti
ফকির লালন সাঁই
তাঁরে কি আর ভুলিতে পারি
আমার এই মনে মন দিয়েছি যে চরণে ।
আমি যেদিকে ফিরি সেই দিকে হরি
ঐ রূপের মাধুরী দুই নয়নে ।।
তোরা বলিস কালো কালো
কালো নয় সে চাঁদের আলো
সেই কালাচাঁদ নাই আর এমন চাঁদ
সে চাঁদের তুলনা তারই সনে ।।
দেবের দেব শিবভোলা
তাঁর গুরু ঐ চিকণকালা
তোরা বলিস চিরকাল তাঁরে ব্রজের রাখাল
কেমন রাখাল জান গে বেদ পুরানে ।।
সাধে কি মজেছে রাধে
সেই কালার প্রেম ফাঁদে
সে ভাব তোরা কি জানবি বললে কি মানবি
লালন বলে শ্যামের গুণ
গোপীরাই জানে ।।