তবু বলে কেন সহসাই থেমে গেলে
Tobu Bole Keno Sahasai Theme Gele
ছবি : রাজকুমারী (১৯৬৮)
কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সঙ্গীত: রাহুল দেব বর্মন
গায়ক : কিশোর কুমার
(তবু)
তবু বলে কেন সহসাই থেমে গেলে?
বলো,কি বলিতে এলে? কি বলিতে এলে?
তবু-র পরেও বলার যা ছিল,বলো
বলো,কি বলিতে এলে কি বলিতে এলে?
[মুখে ওই,ভাষা কই
এ কি বলো ভালো লাগে?
শোনো গান,মনপ্রাণ-
ভরে নাও অনুরাগে]-২
দু’চোখে তোমার,মিনতির বাতি জ্বেলে,
বলো,কি বলিতে এলে ? কি বলিতে এলে?
তবু বলে কেন সহসাই থেমে গেলে?
বলো,কি বলিতে এলে কি বলিতে এলে?
[তনু মন,অনুক্ষণ,
বৃথাই ওঠে যে দুলে
এ আবেশ,হলে শেষ-
হয়তো বা যাবে ভুলে]-২
যা চেয়েছ তুমি,এ গানে তাই কি পেলে?
বলো,কি বলিতে এলে কি বলিতে এলে?
তবু বলে কেন সহসাই থেমে গেলে?
বলো,কি বলিতে এলে কি বলিতে এলে?