তবলা বায়া নাও বেঁধে নাও | Tobla Baya Nao Bendhe Nao

 তবলা বায়া নাও বেঁধে নাও

Tobla Baya Nao Bendhe Nao
ছায়াছবি: উৎসর্গ (১৯৮৩)
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সংগীত পরিচালক: অনল চট্টোপাধ্যায়
কণ্ঠশিল্পী: মান্না দে
(তবলা বায়া নাও বেঁধে নাও!
অ্যা অ্যা বাঃ,হা বহুত আচ্ছা)
[তবলা বায়া নাও বেঁধে নাও
সুরটা গেছে কমে
আমার গানের এ সুর নতুন করে
ফিরতে যে তাই সমে]-২
তবলা বায়া নাও বেঁধে নাও।
[ভুল পথে পা বাড়িয়েছিলাম
নিজেকে তো হারিয়েছিলাম]-২
হিসেবে ভুল করেছিলাম বেহিসেবি শ্রমে
আমার গানের এ সুর নতুন করে
ফিরতে যে তাই সমে
তবলা বায়া নাও বেঁধে নাও
সুরটা গেছে কমে
আমার গানের এ সুর নতুন করে
ফিরতে যে তাই সমে
তবলা বায়া নাও বেঁধে নাও।
আমার ফুলের মত প্রাণ প্রতিমা
এই মুখটা ভুলে,
আমি মধুর লোভে গিয়েছিলাম
হায় গো অন্য ফুলে।
[ফিরে আমি এলাম আবার
সে গান ফিরে পেলাম আবার]-২
নতুন লয়ে এ গান আমার
উঠুক আবার জমে
আমার গানের এ সুর নতুন করে
ফিরতে যে তাই সমে
তবলা বায়া নাও বেঁধে নাও
সুরটা গেছে কমে
আমার গানের এ সুর নতুন করে
ফিরতে যে তাই সমে
তবলা বায়া হা তবলা বায়া হা
তবলা বায়া নাও বেঁধে নাও।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *