ডুলুং ধারে যাব | Dulung Dhare Jabo | Key Lyrics

ডুলুং ধারে যাব
Dulung Dhare Jabo
কথা ও সুর: শিবাশিস দন্ড
কণ্ঠ: ঋষি চক্রবর্তী,তন্বিষ্ঠা শূর সরকার
ও আমনরূপ দন্ড
[ইঞাঃ দিশম সোনা রেনাঃ
ক্ষেত রে গেলে সোনা হোড়ো]-২
ডুলুং ধারে যাব
পরবে মাতিব গো
পরবে মাতিব
মুলুক ছাইড়ে যাব নাই
যাব নাই যাব নাই যাব নাই যাব নাই।
বাংলা মায়ের কোলে রে
কতই না সুখ দোলে রে
ভালোবাসার বোলে রে
হাওয়ায় ভাসে গান
[অন্তরে অন্তরে বাড়ায় টান]-৩
ডুলুং ধারে যাব
পরবে মাতিব গো
পরবে মাতিব
মুলুক ছাইড়ে যাব নাই
যাব নাই যাব নাই যাব নাই যাব নাই।
[পাহাড় নদী সবুজ-বন
ফসল ভরা সোনাঝুরির মাঠ]-২
[আকাশ জুড়ে দিন দুপুরে
সাজায় চাঁদের হাট]-২
[মায়ের সোহাগ আদরে
ভরে ওঠে প্রাণ]
[অন্তরে অন্তরে বাড়ায় টান]-৩
ডুলুং ধারে যাব
পরবে মাতিব গো
পরবে মাতিব
মুলুক ছাইড়ে যাব নাই
যাব নাই যাব নাই যাব নাই যাব নাই।
[কত গুণী মহাজন
আলো করো গেছেন মায়ের কোল]-২
[স্বদেশ প্রেমিক মানব প্রেমিক
প্রেমেরই পাগল]-২
[সোনায় ভরা এ বাংলা
তাঁদের অবদান]-২
[অন্তরে অন্তরে বাড়ায় টান]-৩
ডুলুং ধারে যাব
পরবে মাতিব গো
পরবে মাতিব
মুলুক ছাইড়ে যাব নাই
যাব নাই যাব নাই যাব নাই যাব নাই
ডুলুং ধারে যাব
পরবে মাতিব গো
পরবে মাতিব
[মুলুক ছাইড়ে যাব নাই]-১৪

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *