টাকা সঙ্গে যাবে না | Taka songe jabe na | Key Lyrics

টাকা সঙ্গে যাবে না
Taka songe jabe na
শিল্পী: সনজিৎ মন্ডল
টাকা সঙ্গে যাবে না,পয়সা সঙ্গে যাবে না।।
সোনাদানা গয়নাগাটি, একদিন তোর হবে মাটি,
এক টুকরো কাপড়ও কেউ, অঙ্গে দেবে না
টাকা সঙ্গে যাবেনা, পয়সা সঙ্গে যাবে না।
অনেক জমা অনেক জমি,
কত না দেশ বিদেশ ভ্রমি।।
তৈজসের গুমর নিয়ে
বারেক বাড়ি বারেক শ্রমী
সাড়ে তিন হাত জমির বেশী।।
কেউ তো দেবে না।
সোনাদানা গয়নাগাটি,একদিন তোর হবে মাটি,
এক টুকরো কাপড়ও কেউ,অঙ্গে দেবে না
টাকা সঙ্গে যাবেনা,পয়সা সঙ্গে যাবে না।
পূজ্য পিতা মা জননী,পুত্র কন্যা ভাই ভগিনী।।
মিলে লাখো স্বজন বান্ধব,শুধুই পথের চেনাচিনি।
শেষের বান্ধব শুধুই হরি।।
আর কেউ সঙ্গে হবে না।
সোনাদানা গয়নাগাটি,একদিন তোর হবে মাটি,
এক টুকরো কাপড়ও কেউ,অঙ্গে দেবে না
টাকা সঙ্গে যাবেনা,পয়সা সঙ্গে যাবে না।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *