ঝিরিঝিরি বৃষ্টি পড়ে
Jhirijhiri Brishti Pore
ঝিরিঝিরি বৃষ্টি পড়ে
ঝিরিঝিরি বৃষ্টি পড়ে দেখে আমি আবেশী,
বয়ে যাওয়া জলস্রোতে আমার পায়ের জলছবি
শূন্য যেখানে শব্দ নয় সেখানেই তুমি
নিয়ন আলোর জলে পড়ে থাকা এ কেমন জানি
বৃষ্টি ভেজা এ বেলায় আমিতো স্বাধীন,
রংধনুর রঙের মেলায় এল নতুন দিন
ঝিরি ঝিরি বৃষ্টি পরে, ঘুমিয়ে পড়ে নগরী,
অনাগত সময়ের স্রোতে আঁকি আমি এ ছবি।
শূন্য যেখানে শব্দ নয় সেখানেই তুমি,
নিয়ন আলোর জলে পড়ে থাকা এ কেমন জানি
বৃষ্টি ভেজা এ বেলায় আমিতো স্বাধীন
রংধনুর রঙের মেলায় এল নতুন দিন।