জ্ঞানের তরী বাইবি যদি মন
Ganer Tori Baibi Jodi Mon
জ্ঞানের তরী বাইবি যদি মন
পর নিন্দা ছাড়ো তবে
আপনা ভুল ধরো আগে
মানব তরী উদ্ধমুখী চলবেরে তখন।।
সহজ দেখি পর নিন্দা করণ
সবাই পর নিন্দাতে ব্যস্থ থাকে
আপনা ভুলের খবর নিলো নারে
এমন স্বভাবে হয়না জ্ঞানীজন।।
অন্যের প্রসংশায় ভরে যাদের মন
সদায় তারা পরকে আপন করে
নেয় বুকে টেনে দু:খ কষ্ট ভুলে
তারাই ধরায় হইলো গুনীজন।।
অধম জসিম ওয়ায়েছীর মন
রইলো ভরে পর নিন্দাতে
বেরায় সদায় অন্যের ভুল খুজে
নিজকে নিজে ভাবি জ্ঞানীজন।।