জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে
Jora shalik dekha bhalo sokale bikale
কথা,সুর: মনোজ ঠাকুর
শিল্পী: পরীক্ষিত বালা
Jora shalik dekha bhalo sokale bikale
কথা,সুর: মনোজ ঠাকুর
শিল্পী: পরীক্ষিত বালা
[জোড়া শালিক দেখা ভালো
সকালে বিকালে,
বিজোড় হলে কপাল মন্দ
সব মেয়েরাই বলে]-২
[দুই শালিক দেখলে আসে,
মনের মানুষ বাড়ি,
তিন শালিক দেখলে বাধে
তার সাথে আড়ি]-২
বেজোড় আমি দেখবো না
বেজোড় কভু হবোনা
এ দেহ মন ভাসিয়ে দেব
প্রেম যমুনার জলে।
[জোড়া শালিক দেখা ভালো
সকালে বিকালে,
বিজোড় হলে কপাল মন্দ
সব মেয়েরাই বলে]-২
[এক চোখ দেখলে কারও
দিনটি খারাপ যায়,
দুই চোখ দেখলে আবার,
স্বপ্ন সত্যি হয়]-২
এক চোখে দেখবো না,
বিবাদ ডেকে আনবো না
পিরিতি নেশায় হয়ে মাতাল,
পরব আমি ঢলে।
[জোড়া শালিক দেখা ভালো
সকালে বিকালে,
বিজোড় হলে কপাল মন্দ
সব মেয়েরাই বলে]-৩