জীবনে সাধ হলো আরো একবার
Jibone Sadh Holo Aro Ekbar
ছায়াছবি: সততা (১৯৮৭)
কথা: মনিরুজ্জামান মনির
সংগীত: আলম খান
কণ্ঠ: রুনা লায়লা ও এন্ড্রু কিশোর
[জীবনে সাধ হলো আরো একবার
বেঁচে থাকার
হৃদয়ে ডাক এলো আরো একবার
ভালোবাসার]-২
আরো একবার বলবো তোমায়
[তুমি যে আমার]-৩
জীবনে সাধ হলো আরো একবার
বেঁচে থাকার
হৃদয়ে ডাক এলো আরো একবার
ভালোবাসার।
শিল্পী আঁকেনি কবিও লেখেনি
আমার প্রিয়ার উপমা
তুমি যে অনুপমা;
গল্পে শুনিনি গানেও আসেনি
আমার প্রিয়’র তুলনা
তুমি যে মন-বীণা
ওহো হো ওহো হো হো হো হো
জীবনে সাধ হলো আরো একবার
বেঁচে থাকার
হৃদয়ে ডাক এলো আরো একবার
ভালোবাসার।
ধন্য হয়েছি তোমাকে পেয়েছি
আমার সুখের ঠিকানা
করো না সাথিহীনা;
পূর্ণ হয়েছি তোমাকে পেয়েছি
আমার সকল বাসনা
হয়েছো চিরচেনা
আহা হা আহা হা হা হা হা
জীবনে সাধ হলো আরো একবার
বেঁচে থাকার
হৃদয়ে ডাক এলো আরো একবার
ভালোবাসার
আরো একবার বলবো তোমায়
[তুমি যে আমার]-৩
জীবনে সাধ হলো আরো একবার
বেঁচে থাকার
হৃদয়ে ডাক এলো আরো একবার
ভালোবাসার।