জীবনের নৌকা চলে || ছবি-প্রেমের সমাধি || শিল্পী-এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন

জীবনের নৌকা চলে
ছবি-প্রেমের সমাধি
শিল্পী-এন্ড্রু কিশোর ও
সাবিনা ইয়াসমিন

জীবনের নৌকা চলে
হেলেদুলে পাল তুলে
মনের মাঝি নিয়ে
চুপি চুপি ভেসে যাবো
মন পবনে ও ও গানে গানে
আকাশের চন্দ্র হয়ে
সূর্য্য হয়ে পৃথিবীতে
জীবনের ফুল কলিতে এ এ
ফুটাবো মধুর হাসি
গুনগুনিয়ে ও ও গানে গানে।

আমাকে ঘুম পাড়াবে
ঘুম পাড়ানির গান গেয়ে;
ভোর হলে পরে
ঘুম ভাঙাবো পাখি হয়ে
ভোরের পাখির মত
রইবো কল কাকলিতে;
ডানা মেলে উড়ে যাবো
দূর আকাশের নীলিমাতে এ এ
জীবনের নৌকা চলে
হেলেদুলে পাল তুলে
মনের মাঝি নিয়ে
চুপি চুপি ভেসে যাবো
মন পবনে ও ও গানে গানে
আকাশের চন্দ্র হয়ে
সূর্য্য হয়ে পৃথিবীতে
জীবনের ফুল কলিতে এ এ
ফুটাবো মধুর হাসি
গুনগুনিয়ে ও ও গানে গানে।

প্রতিদিন একটি ফুলের
মালা গেঁথে দেবো তোমায়
প্রতিদিন একটি সুখের
পায়রা আমি দেবো তোমায়
তোমার ঐ মিষ্টি কথা
শুনতে বড় ভালো লাগে
তোমার ঐ মধুর হাসি
দেখতে বড় মিষ্টি লাগে এ এ
জীবনের নৌকা চলে
হেলেদুলে পাল তুলে
মনের মাঝি নিয়ে
চুপি চুপি ভেসে যাবো
মন পবনে ও ও গানে গানে
আকাশের চন্দ্র হয়ে
সূর্য্য হয়ে পৃথিবীতে
জীবনের ফুল কলিতে এ এ
ফুটাবো মধুর হাসি
গুনগুনিয়ে ও ও গানে গানে।
জীবনের নৌকা চলে
হেলেদুলে পাল তুলে।
মনের মাঝি নিয়ে
চুপি চুপি ভেসে যাবো
মন পবনে ও ও গানে গানে।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *