জীবনের নাম আমি পথে পথে Jiboner Naam Ami Pothe Pothe কণ্ঠ: কুমার শানু
[জীবনের নাম আমি
পথে পথে লিখে রাখি
ঝড়ের বুকে বাসা
বেঁধেছে মনের পাখি]-২
হারিয়ে যাওয়া মনের
[আজ তো খবর নেই]-২
ফুরিয়ে যাওয়া দিনের
[ঠিকানা কোথাও নেই]-২
ও হারিয়ে যাওয়া মনের
আজ তো খবর নেই
ফুরিয়ে যাওয়া দিনের
ঠিকানা কোথাও নেই
পাবোনা যা তা
আমি বলে থাকি।
[জীবনের নাম আমি
পথে পথে লিখে রাখি
ঝড়ের বুকে বাসা
বেঁধেছে মনের পাখি]-২
আমি আজ আমার কাছে
[অচেনা কোনোজন]-২
ব্যথারই রঙে আঁকা
[মনেরই সবুজ বন]-২
হো আমি আজ আমার কাছে
অচেনা কোনোজন
ব্যথারই রঙে আঁকা
মনেরই সবুজ বন
আমাকেই যে আমি
দিয়েছি তো ফাঁকি।
[জীবনের নাম আমি
পথে পথে লিখে রাখি
ঝড়ের বুকে বাসা
বেঁধেছে মনের পাখি]-২