জীবনের এই জলসাঘর – Jiboner Ei Jalshaghar

 জীবনের এই জলসাঘর

Jiboner Ei Jalshaghar
গীতিকার: রতন সাহা
সুরকার: অঞ্জন চট্টোপাধ্যায়
শিল্পী: কুমার শানু
[(জীবনের এই জলসাঘর
স্বপনের এই বাসর)-২
ও গেয়ে যাও তুমি শুনে যাই আমি,
যেন না পুরায় এ গান]-২
জীবনের এই জলসাঘর
স্বপনের এই বাসর।
[চন্দন চাঁদ আজ
নাই বা উঠুক আকাশে,
মেঘের সিঁড়ি বেয়ে রাত
যদি নেমে আসে(ও ও)]-২
প্রেম জোনাকি
আলো দেবে জ্বেলে,
হবে রোশনাই এ প্রাণ
জীবনের এই জলসাঘর
স্বপনের এই বাসর।
[তোমাকে নতুন করে
পেলাম যেন আজ কাছে,
মন যে বলে আরও
অনেক পাওয়া বাকী আছে(ও ও)]-২
তুমি আমি হাত পেতে নেব
ভালোবাসারই এ দান
জীবনের এই জলসাঘর
স্বপনের এই বাসর
ও গেয়ে যাও তুমি শুনে যাই আমি,
যেন না পুরায় এ গান
জীবনের এই জলসাঘর
স্বপনের এই বাসর।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *