জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি | Jibonananda Hoye Songsare Ajo Ami Lyrics

শিল্পীঃ নিয়াজ মোহাম্মদ চৌধুরী
অ্যালবামঃ জীবনানন্দ
জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি
সব কিছু ভুলে যেন করিলেম দেন
তুমিও তো বেশ আছো, ভালোই আছো
কবিতায় পড়া সেই বনলতা সেন।।
টানা টানা চোখে কালি পড়েনি কোন
হাসলেও গালে টোল পড়ে এখনো
কি জাদু জানো তা বিধাতা জানেন
কবিতায় পড়া সেই বনলতা সেন।।
পরিপাটি বেশবাস তেমনি আছে
ঘটনার কোন রেশ নেই তো কাছে
এভাবে সবাই কি থাকতে পারে
কবিতায় পড়া সেই বনলতা সেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *