জিজ্ঞাস করি তোমার কাছে
Jiggas Kori Tomar Kache
এ জনমের যত দুঃখ কে দিয়াছে বলো তাই?
E Jonome Joto Dukkho Ke Diyache
কথা ও সুর -বাউল সম্রাট শাহ আব্দুল করিম
জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সাঁই
এ জনমের যত দুঃখ কে দিয়াছে বলো তাই? ।।
দোষ করিলে বিচার আছে
সেই ব্যবস্থা রয়ে গেছে
দয়া চাইনা তোমার কাছে
আমরা উচিৎ বিচার চাই ।
দোষী হৈলে বিচারে
সাজা দিবা তো পরে
এখন মারো অনাহারে
কোন বিচারে জানতে চাই? ।।
এই কি তোমার বিবেচনা?
কাওরে দিলায় মাখন-ছানা
কারও মুখে অন্ন জুটে না
ভাঙ্গা ঘরে ছানি নাই ।
জানো শুধু ভোগ-বিলাস
জানো গরিবের সর্বনাশ
কেড়ে নাও শিশুর মুখের গ্রাস
মনে বড় দুঃখ পাই।।
তোমার এসব ব্যবহারে
অনেকেই মানেনা তোমারে
কথায় কথায় তুচ্ছ করে
আগের ইজ্জত তোমার নাই ।
রাখতে চাইলে নিজের মান
সমস্যা করো সমাধান
নিজের বিচার নিজেই করো
আদালতের দরকার নাই ।।
দয়াল বলে নাম যায় শোনা
কথায়-কাজে মিল পরে না
তোমার মান তুমি রাখো না
আমরা তো মান দিতেই চাই ।
তুমি আমি এক হইলে,
পাবেনা কোনও গোলমালে
বাউল আব্দুল করিম বলে
আমি তোমার গুণ গাই ।।