জানিনা আজ যে আপন | Jani Na Aaj Je Apon | আশা ভোঁসলে

জানিনা আজ যে আপন
Jani Na Aaj Je Apon
ছবি-অমানুষ
গীতিকার-গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার-শ্যামল মিত্র
শিল্পী-আশা ভোঁসলে

জানিনা আজ যে আপন
কাল সে কেন পর হয়ে যায়
যে বাতাস ফোটাল ফুল
সেই তো আবার ঝড় হয়ে যায়
জানিনা আজ যে আপন।

ছিল যে আমার পাশে
তার কথা মনে আসে
চাই আমি ভুলতে যারে
মন কি তাকে ভুলতে পারে ?
জানিনা প্রেম যে এমন
তা সে যে সে ঝড় হয়ে যায়
যে বাতাস ফোটাল ফুল
সেই তো আবার ঝড় হয়ে যায়
জানিনা আজ যে আপন।

স্মৃতিরই সেতু বেধে
যায় দিন শুধুই কেঁদে
কে যেন ডাকে পিছু
ফিরে দেখি নেই তো কিছু
হৃদয়ের সবুজ যেন
চোরাবালির চর হয়ে যায়
যে বাতাস ফোটাল ফুল
সেই তো আবার ঝড় হয়ে যায়
জানিনা আজ যে আপন।
জানিনা আজ যে আপন  Jani Na Aaj Je Apon  আশা ভোঁসলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *