জাগে রে জাগে রে লিরিক্স – Jage Re Jage Re | Prem Amar | Soham | Paayel | Mahalaxmi | Prasen | Jeet

জাগে রে জাগে রে লিরিক্স
Jage Re Jage Re
Prem Amar 
Singer : Mahalaxmi Iyer
Lyrics : Anindya Chatterjee
Music : Jeet Gannguli




জাগে রে জাগে রে, জাগে রে জাগে রে
জাগে রে জাগে রে, বধুয়া
জাগে রে জাগে রে, জাগে রে জাগে রে
জাগে রে জাগে রে, বধুয়া। 

কার ঘুমের ভেতরে জাগে রে 
পাখিদের গান,
কার বুকের ভেতরে জাগে রে 
ফুলেরই বাগান। 

সে কি কথা দিয়ে রাখবে না
চোখ ছুঁয়ে দেখবে না,
আসবে না ঘরে বধুয়া ..
জাগে রে জাগে রে মন
জাগে রে জাগে রে মন,
জাগে রে জাগে রে মন, বধুয়া। 
এ জাগে রে জাগে রে মন
জাগে রে জাগে রে মন,
জাগে রে জাগে রে মন, বধুয়া।। 

কার বালিশের খুব কাছে
প্রজাপতি রোদ্দুর,
গুনগুন বলে যায় – 
আমারও যে কিছু কথা আছে। 
কার দুচোখের ইশারায়
পকেটের খুচরোরা, টুংটাং ঝরে যায়
গোধূলিকে সন্ধ্যে হারায়। 

ও, সে কি কথা দিয়ে রাখবে না
চোখ ছুঁয়ে দেখবে না,
আসবে না ঘরে বধুয়া ..
জাগে রে জাগে রে মন
জাগে রে জাগে রে মন,
জাগে রে জাগে রে মন, বধুয়া। 
এ জাগে রে জাগে রে মন
জাগে রে জাগে রে মন,
জাগে রে জাগে রে মন, বধুয়া।। 

কিছু রোদ্দুর দুই হাতে
জামার বোতাম খোলা, 
বুক চাপা অভিমান
কার কী যে এসে যায় তাতে। 
কিছু বৃষ্টি কোল জুড়ে
চোখ তুলে একবারও 
সে কি ফিরে দেখবে না,
চুপচাপ হেঁটে যাবে দূরে। 

ও, সে কি কথা দিয়ে রাখবে না
চোখ ছুঁয়ে দেখবে না,
আসবে না ঘরে বধুয়া ..
জাগে রে জাগে রে মন
জাগে রে জাগে রে মন,
জাগে রে জাগে রে মন, বধুয়া। 
এ জাগে রে জাগে রে মন
জাগে রে জাগে রে মন,
জাগে রে জাগে রে মন, বধুয়া।। 

জাগে রে, জাগে রে….

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *