জলের ঘাটে দেইখা আইলাম | Joler Ghate Deikha Aylam | কাজী শুভ

শিরোনামঃ জলের ঘাটে দেইখা আইলাম
Joler Ghate Deikha Aylam
শিল্পীঃ কাজী শুভ
অ্যালবামঃ পাপ পূন্য
সুরকারঃ রাধারমন দত্ত
গীতিকারঃ রাধারমন দত্ত
জলের ঘাটে দেইখা আইলাম
কি সুনন্দ শেম রাই,
শেম রাই ভোমরায় ঘুইরা ঘুইরা মধু খায়।।
নিত্তি নিত্তি ফুল বাগানে
ভ্রমর আইসা মধু খায়,
আয় গো ললিতা সখি
আবার জলে ঘুইরা আয়,
জলের ঘাটে দেইখা আইলাম
কি সুনন্দ শেম রাই,
শেম রাই ভোমরায়
ঘুইরা ঘুইরা মধু খায়।।
মুখে হাসি হাতে বাশি
বাশি বাজায় শেম রাই,
চান বদনে বাজায় বাশি
মধুর সুর সুনা যায়,
জলের ঘাটে দেইখা আইলাম
কি সুনন্দ শেম রাই
শেম রাই ভোমরাই
ঘুইরা ঘুইরা মধু খায়।।
ভাইবে রাধারমণ বলে
পাইলাম না রে হায় রে হায়,
পাইতাম যদি শেমের লাগাল
রাখতাম হৃদয় পিঞ্জিরায়,
জলের ঘাটে দেইখা আইলান
কি সুনন্দ শেম রাই,
শেম রাই ভোমরায় ঘুইরা ঘুইরা মধু খায়।।
জলের ঘাটে দেইখা আইলাম

Check Also

নতুন প্রেমে মন মজাইয়া করেছি কি মস্ত ভুল | Notun Preme Mon Mojaiya Korechi Ki Mosto Bhul | কাজী শুভ

শিরোনামঃ নতুন প্রেমে মন মজাইয়া করেছি কি মস্ত ভুল Notun Preme Mon Mojaiya Korechi Ki …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *