জয় বলো বাবা লোকনাথের
Joy Balo Baba Lokenather
কথা: সুজাতা গোস্বামী ও তাপস কুমার
সুর: বিদ্যুৎ গোস্বামী ও কাজল কেশ
কণ্ঠ: কুমার শানু
জয় জয় বলো লোকনাথের]-২
আঠারই ভাদ্র মঙ্গলবারে
জন্মেছিলেন কচুয়াগ্রামে
[লোকনাথ বাবা আমাদের তিনি]-২
লোকনাথ বাবা আমাদের
[জয় বল বাবা লোকনাথের,
জয় জয় বলো লোকনাথের]-২
[জন্মাষ্টমী ছিলো সেদিন
রামকানাইয়ের ঘরে
বাবা রামকানাইয়ের ঘরে
শুভলগ্নে কৃষ্ণ এলেন লোকনাথে রূপে
বাবা লোকনাথে রূপে
পূণ্যবতী দেবী কমলা,
সন্তান লাভে হলেন উতলা
জননী-বাবা লোকনাথের তিনি
লোকনাথ বাবা আমাদের
তিনি লোকনাথ বাবা আমাদের
[জয় বলো বাবা লোকনাথের,
জয় জয় বলো লোকনাথের]-২
আ আ আ আ আ
মহাযোগী লোকনাথ বাবা,
ঈশ্বর হয়ে এলেন
তিনি ঈশ্বর হয়ে এলেন
অত্যাচারীর হাত থেকে বাবা,
মুক্তি দিতে এলেন
প্রভু মুক্তি দিতে এলেন
ছিলেন তিনি অন্তর্যামী,
ব্যথা সবার বুঝতেন তিনি
বিশ্ব-পিতা যে আমাদের
[তিনি লোকনাথ বাবা আমাদের]-২
[জয় বলো বাবা লোকনাথের,
জয় জয় বলো লোকনাথের]-২
আঠারই ভাদ্র মঙ্গলবারে
জন্মেছিলেন কচুয়াগ্রামে
[লোকনাথ বাবা আমাদের তিনি]-২
লোকনাথ বাবা আমাদের
[জয় বলো বাবা লোকনাথের,
জয় জয় বলো লোকনাথের]-৬