জয় জয় জয় মা জয় জয় জয় মা
Joy Joy Joy Maa Joy Joy Joy Maa
গীতিকার-নিখিল রঞ্জন মল্লিক
সুর-গৌতম মুখার্জী (সেন্টু)
শিল্পী-অন্তিম দীপ
জয় জয় জয় মা জয় জয় জয় মা।।
আমি থাকব বসে পূজার ছলে।।
শ্যামা মায়ের চরণ তলে।
এলোকেশী, এ এলোকেশী
মা যে আমার, পূজা করি জবা ফুলে
এলোকেশী মা যে আমার
পূজা করি জবা ফুলে।
আমি থাকব বসে পূজার ছলে।।
শ্যামা মায়ের চরণ তলে।
এলোকেশী মা যে আমার,
পূজা করি জবা ফুলে।।
জয় জয় জয় জয়, জয় জয় জয় মা।।।।
মাগো তোর অবুঝ সন্তানকে,
ভুল বুঝিস নারে।।
সকল ক্রটি মাফ করে দে।।
কোলে তুলে আমায় নে রে৷
জগত জননী মায়ের নামে
এই ধরাধামে, এই ধরাধামে
আমি যে সবকিছুই যাই ভুলে।
এই ধরাধামে আমি যে
সবকিছুই যাই ভুলে।
জয় জয় জয় জয়, জয় জয় জয় মা।।।।
কর্মের মাঝেও ডুবে থেকেও,
মাকে ভুলি নাই যে।।
আমি শয়নে স্বপনে মাগো।।
তোকে দেখতে পাই যে।
তুই যে মা করুনাময়ী
এই নিখিলের
এই নিখিলের মানব জনম
ধন্য হবে যে আশিষ পেলে।
এই নিখিলের মানব জনম
ধন্য হবে যে আশিষ পেলে।
জয় জয় জয় জয়, জয় জয় জয় মা।।।।
আমি থাকব বসে পূজার ছলে।।
শ্যামা মায়ের চরণ তলে।
এই এলোকেশী এ এলোকেশী
মা যে আমার
পূজা করি জবা ফুলে।
এলোকেশী মা যে আমার
পূজা করি জবা ফুলে।
জয় জয় জয়, জয় জয় জয় মা।।।।