জয়দেবের মেলাতে বাউল নাচে গানেতে
Joydeber Melate Baul Nacher Ganete
কথা-কৃষ্ণেন্দু ভুঁইয়া
শিল্পী-সমীরণ দাস
[জয়দেবের মেলাতে বাউল নাচে গানেতে।।
গেল চোখে করবি দর্শন গো সজনী
ঘরেতে থাকেনা আমার মন।।]-২
[পৌষ মাসে শেষের দিনে বীরভূম জেলায়
মা গঙ্গা উজান বয় কেন্দুলির মেলায়]-২
[কত কানা খোঁড়া বাউল সাধু]-২
করে গো সেথায় গমন সেথায় গমন
[ঘরেতে থাকেনা আমার মন]-২
ও হো হো ও
[নানা জাতির মানুষ আসে জয়দেবের মেলায়
একসাথে সব খিচুড়ি খাই বসেতে ধূলায়]-২
[কত বাউল কীর্ত্তন শুনে মানুষ]-২
প্রেম করে গো প্রেমিকজন
[ঘরেতে থাকেনা আমার মন]-২
জয়দেবের মেলাতে বাউল নাচে গানেতে।।
গেল চোখে করবি দর্শন গো সজনী
[ঘরেতে থাকেনা আমার মন]-৬