ছল ছল নয়নে হাসিমাখা বদনে
Cholo Cholo Noyone Hasimakha Bodone
কথা ও সুর-ভবা পাগলা
শিল্পী-সমীরন দাস
ছল ছল নয়নে হাসিমাখা বদনে
ছল-ছল নয়নে
হাসিমাখা বদনে।।
অানন্দ কাননে
চল অনিবার।
তারা বল তারা বল
মনটি আমার।
তারা বল তারা বল
মনরে আমার
ছল-ছল নয়নে
হাসিমাখা বদনে।।
অানন্দ কাননে
চল অনিবার।
তারা বল তারা বল
মনরে আমার।।
গতি নাই গতি নাই
তারা নাম ছাড়া,
মত্ত হইয়া গাও
হয়ে আত্মহারা।।
ঐ দেখ তোমার বন্ধু
তরাইতে ভবসিন্ধু।।
একবিন্দু দেরী নাহি
করোনাগো আর
তারা বল তারা বল
মনরে আমার।।
কেউ তো কারো নয়
এ কথাটি সত্য,
বোঝেও বোঝেনা মন
তিনি যে অনিত্য।।
ঐ দেখ শ্মশানে
অহ-রহ নিশিদিনে।।
পুড়িতেছে মানবের।।
যত অহংকার
তারা বল তারা বল
মনটি আমার
তারা বল তারা বল
মনরে আমার।
আর ক’টা দিন অাছ
এই ধরা ধামে,
মরন যে অনিবার
মজ তারা নামে।।
ভব পাগলা কহে
প্রান থাকতে দেহে।।
তারা নামে ভরিয়ে দাও
বিষয় সংসার।।
তারা বল তারা বল
মনরে আমার।
তারা বল শ্যামা বল
মনটি আমার।
ছল-ছল নয়নে
হাসিমাখা বদনে।
অানন্দ কাননে
চল অনিবার।
তারা বল তারা বল
মনটি আমার।।
তারা বল তারা বল
মনরে আমার।